• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৯
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস.এম. সাব্বির: মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা,র‌্যালী, কেক কাটা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন। ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বাংলারদিন সম্পাদক বকশি ইকবাল, প্রবীণ সাংবাদিক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার সৈয়দ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি,প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশ।


এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, এস.এম. সাব্বির আলম, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, দৈনিক দেশের ক›ঠ’র জেলা প্রতিনিধি রুমান আহমদ, পাতাকুঁড়ির স্টাফ রিপোর্টার জনি বেগম, রেডিও পল্লী কন্ঠের পলি দেবনাথ, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স লিডার সুমি আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি অরুন কুমার দাস, জেলা শ্রেষ্ট কৃষক সালেহ আহমদ, রেডিও পল্লী কন্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল আমীন প্রমুখ।

আলোচনা শেষে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন ও একটি আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানমালায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, পেশাজীবী, রাজনীতিবীদ,বিঞ্জাপনদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবী, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে প্রেসক্লাবে জড়ো হন।