• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ কবি মহলের আয়োজনে আন্তর্জাতিক কবি মহাসম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২০
বাংলাদেশ কবি মহলের আয়োজনে আন্তর্জাতিক কবি মহাসম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কবি মহলের আয়োজনে আন্তর্জাতিক বার্ষিক কবি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯শে ডিসেম্বর রবিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জামাল আহমদের সভাপতিত্বে ও উপদেষ্টা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গীতিকার নিহাররঞ্জন দেবনাথ। প্রধান আলোচক ছিলেন কুমিল্লার স্বপ্নকথা সাহিত্য পরিষদ (স্বসাপ) এর সভাপতি কবি রোকসানা মজুমদার সুখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার কবি মামুনুর রশীদ, সিলেটের কবি কল্যানী দেব চৌধুরী, কালাপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী, একুশে টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ইমজা’র সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা আহবায়ক বেলাল তালুকদার, কবি ইনামুল ইসলাম রানা কবি মহলের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি রজত চক্রবর্তী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতার কবি অজয় চক্রবর্তী, কুষ্টিয়ার কবি হিলবী হিটলার, ঢাকার কবি মুন্সী কবির, কুলাউড়ার কবি আজাদ রহমান, নেত্রকোণার কবি জীবন চক্রবর্তী, সিলেটের কবি সফির আহমদ কামাল, খুলনার কবি মেহবুব মল্লিক, ভারতের কবি পার্থদেব সমাজদার, চাপাইনবাবগঞ্জের কবি নাজরিন আক্তার, শ্রীমঙ্গলের ডিজিটাল উদ্যোক্তা শিউলী আক্তার, ঢাকার কবি জান্নাতুল বাকী, কমলগঞ্জের কবি শিরিন শিলা, শ্রীমঙ্গলের প্রিতম পাল, এসকে দাস সুমন, কাজী আছমা, লতা সাহিত্য কনিকার সম্পাদক নুরুজ্জামান, আল ইব্রাহীম, রুপম আচার্য, শিমুল তরফদার প্রমুখ।


দিনব্যাপী এ অনুষ্ঠানে আগত কবিরা কবিতা আবৃত্তি, গান, ছড়া ও বক্তব্য পরিবেশনা করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত কবি-সাহিত্যিক,সাংবাদিক, শিল্পী, ছড়াকার, গল্পকার, আবৃতিশিল্পী, মানবাধিকার কর্মী ও গুণীজনদেরকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। ভারতের কবি নিহাররঞ্জন দেবনাথকে স্বর্ণপদকসহ ৮১জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ২৫০গুণীজনকে সম্মাননা সনদ প্রদান করা হয়।