• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

করোনা পরিস্থিতিঃ মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
করোনা পরিস্থিতিঃ মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা

এম এ কাইয়ুম সুলতানঃ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ও এর সংক্রমণ রোধ করতে  প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে লক ডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। ১৩ এপ্রিল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয় এবং বিকাল ০৫ টা থেকে লক ডাউন কার্যকর হবে বলে জানান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক ডাউন চলবে।

লকডাউন চলাকালীন সময়ে সকল প্রকার জনসমাগম,  যানবাহন চলাচল, অন্য জেলা থেকে মৌলভীবাজার জেলায় প্রবেশ কিংবা এই জেলা থেকে অন্য জেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে এ আইন কার্যকর নয় বলে জানানো হয়।