• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বড়লেখায় গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে ৩’শ পরিবারকে দিল অর্থ-সহায়তা

admin
প্রকাশিত মে ২২, ২০২০
বড়লেখায় গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে ৩’শ পরিবারকে দিল অর্থ-সহায়তা

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে  কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত দিনমজুর পরিবারের মাঝে নগদ অর্থ-সহায়তা দিয়েছে গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে। সংস্থাটির উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ পাঁচ শত টাকা করে বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে) উপজেলার দাসের-বাজার সবজিশেডে দুপুর ২.০০ ঘটিকার সময় এলাকার দরিদ্র পরিবারের মাঝে অর্থ বিতরণের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিনিধি  জিয়াউর রহমান।

এসময় বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ, দাসের বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোমিন আলী, বৃহত্তর লঘাটি যুব সংঘের সদস্য মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল খায়ের শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের  প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ জুবায়ের লিটন ও বর্তমান সভাপতি আহমদ হোসেন নাজিম চৌধুরী এক ক্ষুদে বার্তায় জানান,’করোনা ভাইরাসের’ কারণে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন। যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের সংগঠন গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে সদস্যরা কর্মহীনদের কষ্ট অনুধাবন করতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রথম দফায় ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।