• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীকে নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের চা চ‌ক্র ও কুশল বি‌নিম‌য়

admin
প্রকাশিত জুন ১৩, ২০২০
সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীকে নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের চা চ‌ক্র ও কুশল বি‌নিম‌য়

শাহনেওয়াজ চৌধুরী সুমন : তরুণ সাংবাদিকদের অহংকার, সংবাদকর্মীদের স্বজন মুনজের আহমদ চৌধুরীকে নিয়ে ১৩ জুন বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো সীমিত পরিসরে চা-চক্র ও কুশল বিনিময় ‌‌।

বাংলা ট্রিবিউনের যুক্তরাজ্য প্রতিনিধি, ব্রিটেন প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী মাস পাঁচেক পূর্বে দেশে একাকী থাকা মাকে নিয়ে ওমরা হজ্ব পালন করতে দেশে আসেন । ‌ওমরা থেকে ফিরে করোনা দুর্যোগ জনিত সময়ে লকডাউনের কারণে এদেশে আটকা পড়েন তিনি । অবসর বসে না থাকার লোক মুনজের আহমদ চৌধুরী দুর্যোগঘন সময়ে দুর্দিনে থাকা পেশাদার সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করেন । এভাবেই দেশে ফেরার পর কেটে যায় মাসকয়েক । জীবন ও জীবিকার টানে আবারও ফিরতে হবে কর্মস্থলে । সপ্তাহখানেকের ভেতর কর্ম গন্তব্যে ফেরার প্রস্তুতি রয়েছে । তাই জেলার সংবাদকর্মী মহলের প্রিয়জন মুনজের আহমদ চৌধুরী কে নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবে চা-চক্র ও কুশল বিনিময়ের আয়োজন করা হয়।

মৌলভীবাজার প্রেসক্লাব সভাপ‌তি এম এ সালা‌মের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক পান্না দ‌ত্তের প‌রিচালনায় প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের ম‌ধ্যে এসময় উপ‌স্থিত ছি‌লেন প্রেসক্লা‌বের সহ সভাপ‌তি এডভোকেট নুরুল ইসলাম শেফুল,সা‌বেক সাধারন সম্পাদক সা‌লেহ এলাহী কু‌টি,মনুবার্তা সম্পাদক জ‌সিম উদ্দীন,মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসীন, ভো‌রের পাতা প্রতি‌নি‌ধি এস এ কাকন, যুগান্ত‌রের জেলা প্রতি‌নি‌ধি হোসাইন আহমদ, গনকন্ঠ প্রতি‌নি‌ধি তানভীর আঞ্জুম আ‌রিফ প্রমুখ। এছাড়া প্রবীন প্রবাসী সাংবা‌দিক সৈয়দ রুহুল আ‌মিন এতে উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য তরুণ সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী এদেশেও সাংবাদিকতা করেছেন দাপটের সাথে । কাজ করেছে দৈনিক আমাদের সময়-এ। যুক্তরাজ্যে চলে যাবার পর সেখানেও সাংবাদিকতা করেন অত্যন্ত সুনামের সাথে । চ্যানেল আই-এর যুক্তরাজ্য অফিসে বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ কয়েক বছর।এখন বাংলা ট্রিবিউন-এর যুক্তরাজ্য প্রতিনিধি ছাড়াও ইউকে বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ।