• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ভুমি সংক্রান্ত মামলা থেকে খালাস পেলেন শ্রীমঙ্গলের চার সাংবাদিক

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
ভুমি সংক্রান্ত মামলা থেকে খালাস পেলেন শ্রীমঙ্গলের চার সাংবাদিক
মীর রুমানা আক্তার শিপা ,শ্রীমঙ্গল  :মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ভূমি দখলে নিতে দায়েরী মিথ্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলার চার সিনিয়র সাংবাদিক ও এক জনপ্রতিনিধি | মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের অফিস, হলরুম নিউজ কর্নারের আসে পাশের ভুমি নিজ নামে বন্দোবস্ত নেয়ার হীন চক্রান্ত করে এক লন্ডন প্রবাসীর হয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের চার জন সিনিয়র সাংবাদিক ও একজন জেলা পরিষদের সদস্যের উপর মিথ্যা মামলা দায়ের করে মৌলভীবাজার সদরের বাসিন্দা ভুমি লোভী আব্দুল হালিম। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মৌলভীবাজার জুডিশিয়াল ২য় আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজবাহ উর রহমান মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় সাংবাদিকসহ জেলা পরিষদ সদস্যকে বেকসুর খালাস প্রদান করেন। খালাস প্রাপ্তরা হলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি আরটিভি ও আমাদের সময়ের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কার হোম, সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার ও আবু বক্কর সিদ্দিকি মোহনের আম মুক্তার মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন। জানাযায়, শ্রীমঙ্গল সাগরদীঘি রোডস্থ শান্তিবাগ এলাকায় সরকারের জিম্মায় থাকা অর্পিত সম্পত্তিতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, নিউজ কর্নার, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ও আবুবক্কর সিদ্দিকি মোহন ভাড়াটিয়ার মাধ্যমে সেখানে ভোগদখল করে আসছেন এবং বৈধভাবে বসবাসের লক্ষে সরকারকে রাজস্ব প্রদানের জন্য সমস্ত কাগজপত্রসহ আবেদনও করেন। কিন্তু উক্ত জায়গাটি বন্দোবস্ত পাওয়ার স্বার্থে ভুমি লোভী ওই লন্ডন প্রবাসী ও আব্দুল হালিম জায়গায় অবস্থানকারী আবু বক্কর সিদ্দিকি মোহন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবসহ অনান্য দখলদারদের উঠিয়ে দিয়ে নিজেদের দখলে নিতে নানা পায়তারা চালায়। এরই ধারাবাহিকতায় তারা শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি আরটিভি ও আমাদের সময়ের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কার হোম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, দৈনিক প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার ও আবু বক্কর সিদ্দিকি মোহনের আম মুক্তার মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপনের উপর মিথ্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্য শেষে তাদের বেকসুর খালাস দেন। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ন্যায় বিচার প্রতিষ্টা করায় আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেসক্লাবের পক্ষে এ মামলাটি পরিচালনা করেন জেলার সিনিয়র আইনজীবি রাধাপদ দেব সজল, অ্যাডভোকেট মিজবা উদ্দিন আহমদ, অ্যাডভোকেট প্রনব কান্তি দাশ রাকু ও অ্যাডভোকেট জাহেদুল হক কচি। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আজাদুর রহমান জানান, এই ভুমিখেকো চক্র সরকারী জমি দখলে নিতে বিভিন্ন সময় শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। বিগত তিন বছর ধরে সাংবাদিক ও ওই এলাকার ব্যবসায়ীদের নানাভাবে বিরক্ত করে আসছে। এ চক্রের প্রতি প্রশাসনের নজর রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, আমাদের প্রেসক্লাব, নিউজ কর্নার ও মুক্তিযুদ্ধের প্রদর্শনী যেখানে আছে এটি শ্রীমঙ্গলে প্রাক্তন বাসিন্দা বিজরাজ পাটোয়ারীর শ্রীমঙ্গলে ফেলে যাওয়া ভুমি। বর্তমানে তা জেলা প্রশাসনের জিম্মায় রয়েছে। এই জমিটি বৈধভাবে বন্দোবস্ত পাওয়ার পক্ষে সমস্ত ডকুমেন্টসহ আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন করেছি। এই জমিটি তাদের (ভুমিখেকো চক্র) দখলে নিয়ে তাদের পক্ষে বন্দোবস্ত নেয়ার জন্য তারা মিথ্যা মামলা করে। শুধু এই মামলা নয় তারা প্রেসক্লাবের একাধিক সাংবাদিকের উপর আরো একাধিক মিথ্যা মামলা দিয়ে সে মামলার কপি প্রত্যেকের পত্রিকা ও টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রেরণ করে সাংবাদিকদের হয়রানি করা চেষ্টা করে। পর্যায়ক্রমে সবগুলো মামলাই ভুয়া প্রমানিত হয়। কিন্তু তারা এ সকল চক্রান্ত করে কোনভাবেই সফল হয়নি। এ সময় প্রেসক্লাব সম্পাদক আদালতের প্রতি সন্তুষ্টি জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।