• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় উপজেলায় গ্রামীণ খেলাধুলা

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২১
কুলাউড়ায় উপজেলায় গ্রামীণ খেলাধুলা

গিয়াস উদ্দিন: জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫জানুয়ারি সোমবার কুলাউড়া মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকারা গ্রামীণ খেলাধুলা অংশ গ্রহণ করে। বালক ও বালিকাদের গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার মধ্যে ছিল মোরগ লড়াই, হাড়িভাঙ্গা, সাতচাড়া, চকলেট দৌড়, বেলুন ফাটানো, বৌচি,দঁড়িলাফ, কানামাছি ও দাড়িয়াবান্দা খেলা। সাফল্যজনক ভাবে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান এর সভাপতিত্বে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (ছালাম)। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ। প্রতিযোগিতায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষকবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, মহিউদ্দিন সরকার ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও কাদিপুর ইউনিয়নের দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।