• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এর উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসিইউ বেড

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২১
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এর উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে আইসিইউ বেড

জিতু তালুকদার :  করোনাকালীন সময়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ঙ্গবন্ধু কর্ণারের উদ্ভাবক মৌলভীবাজারের কৃতি সন্তান অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বঙ্গবন্ধু কর্ণারের উদ্ভাবক মোহাম্মদ শামস-উল ইসলামের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের জন্য নাভানা গ্রুপ থেকে সংগ্রহ করে, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি অত্যাধুনিক আইসিইউ বেড হস্তান্তর করেন। মৌলভীবাজার পৌরসভার জন নন্দিত মেয়র ফজলুর রহমান মাধ্যমে ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দ্র ভৌমিকের নিকট ৩টি আইসিইউ বেড আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল জামান, অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-মহা ব্যবস্থাপক হবিগঞ্জ ও মৌলভীবাজার জোনের অঞ্চল প্রধান মোঃ আব্দুল লতিফ, অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফুল মজিদ জুয়েল, অগ্রনী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার ও মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক মোঃ হামিদুর রহমান, অগ্রনী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার বাবু উজ্জ্বল কুমার দাস, অগ্রনী ইসলমী এস এম এস শাখার ব্যবস্থাপক মোঃ ফারুক আহমদ, এবং সিবিএ সভাপতি মো আব্দুল কাদিরসহ ব্যাংকে কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এছাড়াও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আইসিইউ বেড হস্তান্তর কালে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মৌলভীবাজারের কৃতি সন্তান

মোহাম্মদ শামস-উল ইসলামের করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জরুরি জিনিসপত্র দিয়ে সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন এজন্য তিনি মোহাম্মদ শামস-উল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।