• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজার ডিস্ট্রিক সোসাইটি অব ইউ এস এ’র বার্ষিক বনভোজন ও মিলন মেলা সম্পন্ন

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২১

: বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী মৌলভীবাজারবাসীদের সামাজিক সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক এর বনভোজন ও মিলন মেলা ২০২১। গত রোববার (১১ জুলাই)নিউইয়র্কের এস্টোরিয়া রেইনী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের হাজার, হাজার প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটিঐতিহাসিক বনভোজন ও মিলন মেলায় পরিণত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা তজমুল হোসেন। পরিচালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন। বনভোজনের শুরুতে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষনা করেন কংগ্রেস উইমেন ক্যারলাইন মেলনি। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জহরান মাদামী,কুইন্স কাউন্টি’র জজ ডেমোক্র্যাট প্রাইমারীতে বিজয়ী এটর্নী সোমা সাইদ, কইুন্স বরোর প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাবেথ ক্রাউলী,

নিউইয়র্ক সিটির কাউন্সিল ডিস্ট্রিক-২৬ থেকে প্রাইমারীতে বিজয়ী জুলী ওউন, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী অফিসের প্রতিনিধি জ্যাকুলিন রোজাডো এবং কুইন্স টুগেদার সিইও জনাথান ফার্গাস।
এছাড়াও বাংলদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আমন্ত্রিত অতিথি
ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক এমপি, সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান/ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন চৌধুরী রানা, জাতিসংঘ শান্তিরক্ষি বাহিনীর চীপ অব স্টাফ বিগ্রেডিয়ার জেনারেল (অব:) কাওসার রশীদ চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ, যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা কাজী কয়েস, আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ,আহমেদ জিলু, বাংলাদেশ সোসাইটির
কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ এন
মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী,
সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উপদেষ্টা এমাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদ-এর
সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নূরে আলম জিকু,কানেকটিকাট স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী,যুক্তরাষ্ট্র জাসাস-এর সভাপতি আলহাজ আবু তাহের, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, বনভোজনে খেলধুলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়ার দেওয়ান মোস্তাক

 


রাজা, খেলাধুলা পরিচালনা করেন লায়েকুল হাসান তরফদার, শাহীন হাসনাত, শাহীন আহমেদ ও আহমেদ কাওচার, আহমেদ, কুলাউড়া এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি আশরাফ আহমেদ ইকবাল ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি’র সভাপতি তজমুল হোসেন (হোসেন) ও সাধারণ সম্পাদক
মোঃ জাবেদ উদ্দিন সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,
ম্যাজিক, শিশু-কিশোর-কিশোরীদের জন্য বিশেষ খেলাধুলা ও স্কুল সাপ্লাই বিতরণ, র‌্যাফেল ড্র। মধ্যাহ্ন ভোজে ছিলো মুখরোচক বিভিন্ন ধরনের
খাবার দাবার।
অনুষ্ঠানে সংগঠনের ট্রাষ্টীবোর্ড সদস্য যথাক্রমে সৈয়দ সিদ্দিকুল
হাসান, চৌধুরী সালেহ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, দারাদ
আহমেদ, আনছার হোসেন চৌধুরী, ইমরান হোসাইন ও মদব্বির
হোসেন ছাড়াও সহ-সভাপতি (১ম) সৈয়দ রুহুল আলী, সহ-সভাপতি (২য়)
সৈয়দ আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, কোষাধক্ষ্য
এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, প্রচার
সম্পাদক সৈয়দ ফাহমি, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন পাবেল, ক্রীড়া সম্পাদক
জাবেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হাদিসা বেগম, জেলা
প্রতিনিধি আমিনুর রহমান, আহমেদ কাউছার, সুরঞ্জিত পাল, মোঃ
রিপন মিয়া, মোমিত চৌধুরী তানিম, এমডি শামীম আহমদ,
জাহাঙ্গীর আলম এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে জাকারিয়া পারভেজ
আহমদ (লিটন), শাহীন হাসনাত, জিল্লর রহমান খান, মোঃ হুমায়ুন কবীর,
শাহীন আহমদ ও শাহীন মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সাবেক সভাপতি
সোহান আহমেদ টুটুল ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন সহ
মিনহাজ আহম্মেদ সাম্মু, ফটিক আহমেদ, মজিবুর রহমান, দুলাল
তরফদার, নজরুল ইসলাম, আনোয়ার আক্তার চৌধুরী শিউলী, সৈয়দ
মইনুদ্দীন জুয়েল, এডভোকেট সৈয়দ জুনেদ, মহিদুল ইসলাম, আনকার আহমেদ, তারেক হোসেন, জালাল চৌধুরী, হেলাল খান, আজমল খান, জালাল আহমেদ চৌধুরী,
তোফায়েল আহমেদ চৌধুরী, আবদুল গফুর, সোহেল আহমেদ, চৌধুরী
মুবিন, সৈয়দ আতাউর রহমান, লুৎফুর রহমান, মনজুর চৌধুরী জগলু, এজাজ উদ্দিন আহমেদ,
মুহাম্মদ এ করিম খসরু, মোঃ নরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, জমির
উদ্দিন, খলিলুর রহমান জাহাঙ্গীর, মোফাছির জামান, শফিকুর রহমান,
লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মোহাম্মদ ফজলুল মিয়া, হেলাল খান, মোঃ হোসাইন, হুমায়ুন, আবদুর রকিব, আশিক, জোসেব আহমেদ, মিসবাহ, ইচফা, রিপসা, টিটু, আবদুল জলিল, সৈয়দ মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ বদরুল জামান, মোহন ইসলাম, সৈয়দ লাভলু, এমএম আশরাফ, শামীম চৌধুরী, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, শেখ মহরম উল্লা, সাহাব উদ্দিন চৌধুরী শিহাব, মিলন বাসর,
মিনাজ আহমেদ, আবু হামিদ, গুলশানারা আক্তার, কমিউনিটি এক্টিভিষ্ট সোলতানা খানম,
ওবায়দুল হক শিবলু, মখন মিয়া, সীতেশ ধর, জাকির চৌধুরী (সিপিএ),
বাতেন আহমেদ, শেখ আতিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজ আহমেদ,
জুনেল আহমেদ, জামাল উদ্দিন আহমেদ লিটন, রাশেদুল মান্নান চৌধুরীহেশাম, আমিনুল হক, সৈয়দ নুমান, শাফায়েত আহমেদ শফি, জামান আহমেদ,জোসেফ চৌধুরী, নাহিদ আহমেদ, আনছার চৌধুরী, শাহীন আহমেদ,আজমল খান, জুনেল আহমেদ, চমন এলাহি, মামুনুর রশিদ শিপু, হাজী আব্দুর রহমান, মনজুর চৌধুরী জগলু, কয়েস আহমেদ,জুয়েল খান, শাহ জাবের আহমেদ, মশাইদ জে রাশেদ, কয়েস আহমেদ,মোহাম্মদ কেলন মিয়া, জুয়েল আহমেদ, শাহেদ দেলোয়ার চৌধুরী, আবুলকালাম, হোসেন আহমেদ, শাহ জাবেদ, মীর জাকির, শামীম কুররী, সৈয়দজুয়েল আহমেদ, আনকার আহামেদ, তপোধীর রায় বুরন, জমশেদ আহমেদ,
নূরে আলম জিকু, আজহারুল ইসহাক খোকা, খলিলুর রহমান, সোহেল
আহমেদ (বনফুল), এনামুল হক জামশেদ, বশির খানঁ, কামাল উদ্দিন, আব্দুল
রকিব, সুমন সাইদ, এবাদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, মবু খান, ফজল আলী চৌধুরী, ইমরান হোসেন, আশরাফ আহমেদ ইকবাল, নজরুল হক,
জাবেদ আহমেদ, সৈয়দ বেলাল, হেলাল তরফদার, শাহ আলম, ফজল খান, রুকন
আহমেদ, সৈয়দ বিল্লাল হোসেন, সোহেল আহমেদ, ফেরদৌস আলম
ভুইয়া, ওয়ারিস আলী, আল আমিন, র্মিজা আহমেদ উপস্থিত ছিলেন।।
সুত্র – মনসুর মিডিয়া।