• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এর উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২১
অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এর উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর
  • অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও এর উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর

    জিতু তালুকদারঃ করোনাকালীন সময়ে মৌলভীবাজারের কৃতি সন্তান, বঙ্গবন্ধু কর্ণারের নন্দিত উদ্ভাবক, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলামের সার্বিক উদ্যোগে, আবুল খায়ের গ্রুপের সহযোগিতায়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ০১ আগষ্ট ২১ইং রোববার দুপুর ২টায়, করোনা রোগীদের জন্য ৭.৫ ক্যাপাসিটি সমৃদ্ধ ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্থান্তর করা হয়।

  • রাজনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার পিয়াংকা পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রাজনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বর্ণালী দাস, অক্সিজেন সিলিন্ডার গুলো গ্রহন করেন।
    অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলামের পক্ষে এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সহকারী উপ-মহা ব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান রাশেদা আহমেদ স্বপ্না, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক সানাউল ইসলাম সুয়েজ, অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র পিন্সিপাল অফিসার ও মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক কাজী মোখলেছুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার অঞ্চলের অফিসার সমিতির সভাপতি, সুকেশ চৌধুরী, অগ্রণী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার অঞ্চলের অফিসার সমিতির সহ-সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক লিমিটেড মোস্তফাপুর শাখার ব্যবস্থাপক উজ্জল কুমার দাস। এছাড়াও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।