• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার সরকার ধারাবাহিকতা প্রয়োজন – সংসদ সদস্য নেছার আহমেদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার সরকার ধারাবাহিকতা প্রয়োজন  – সংসদ সদস্য নেছার  আহমেদ

চন্দন রবি দাস :  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হবে ডিজিটাল বাংলাদেশ কে পরিপূর্ণতা দিতে হলে উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে হবে। তাই শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। কথাগুলো বলেন মৌলভীবাজার রজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার।৷ রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা এলাকায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের (UGIIP-III) মাধ্যমে লেখক ও গবেষক সৈয়দ মুজতবা আলী সড়ক,পূর্ব ও পশ্চিম গীর্জাপাড়া সড়কের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে। পৌরসভার মেয়র মো:ফজলুর রহমান এর সভাপতিত্বে ও  পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রণধীর রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ।  এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তারাসহ গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।