• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সিলেট অঞ্চলের জেলা ও আঞ্চলিক রেন্জার কাউন্সিল অধিবেশন ২০২১ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
সিলেট অঞ্চলের জেলা ও আঞ্চলিক রেন্জার কাউন্সিল অধিবেশন ২০২১ অনুষ্ঠিত

শেখ শায়লা আক্তার লিশা : অনুষ্ঠিত হলো সিলেট অঞ্চলের জেলা ও আঞ্চলিক রেন্জার কাউন্সিল অধিবেশন ২০২১।

১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লতিফ শফি মহিলা ডিগ্রী কলেজে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ,সিলেট এই চারটি জেলা থেকে আগত ১৮০ জন রেন্জার এর উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট আঞ্চলিক রেন্জার কাউন্সিল গঠন করা হয়। কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মাধুরী মজুমদার, হবিগঞ্জ জেলা সেক্রেটারি পূর্ণিমা রাণী দাশ তালুকদার, গাইডার শামীমা আক্তার, সুফিয়া বেগম এবং মাহবুবা খানম।

উক্ত কাউন্সিল অধিবেশনে সিলেট অঞ্চলের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন পূর্নিমা রানী দাশ তালুকদার। আঞ্চলিক রেঞ্জার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন উম্মে হাবিবা সুমি, আঞ্চলিক রেঞ্জার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সরস্বতী রায়, আঞ্চলিক রেঞ্জার কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন শেখ শায়লা আক্তার লিশা এবং কাউন্সিলের অন্যান্য রেঞ্জার সদস্যরা হলেন টিনা দেব, মোনতাহা আক্তার সামচি, অলকানন্দা দাশ, উম্মে হুরায়রা বিনতে কালাম, দীপা চৌধুরী, রুজিনা বেগম, সংগীতা কর্মকার মিতু, সামিয়াত ফাহিমা চৌধুরী, নিশীতা ও মেহজাবিন মিলি ।

এছাড়া মৌলভীবাজার জেলা রেঞ্জার কাউন্সিলে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন মাধুরী মজুমদার। জেলা রেঞ্জার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শেখ শায়লা আক্তার লিশা, জেলা রেঞ্জার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন টিনা দেব, জেলা রেঞ্জার কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন মোনতাহা আক্তার সামছি এবং জেলা কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন স্বর্ণালী দেব নাথ কেয়া, সুমনা দাশ, মিমি আক্তার তারিন, সাম্মী আক্তার, খাদিজা খাতুন, শারমিন আক্তার, বুশরা আক্তার তানিয়া, মোছাঃ তাছলিমা আক্তার ও নিপা আক্তার।