• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জানতে হবে তথ্য অধিকার সম্পর্কে

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১
জানতে হবে তথ্য অধিকার সম্পর্কে

-চন্দন রবিদাস

তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে বাংলাদেশ সরকার প্রনয়ণ করে তথ্য অধিকার আইন ২০০৯। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ৪ অনুসারে কতৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্যে লাভের অধিকার রয়েছে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য। এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ২৯ শে মার্চ ২০০৯ বাংলাদেশ জাতীয় সংসদ কতৃক তথ্য অধিকার আইন প্রকাশ পায় এবং ৫ এপ্রিল ২০০৯ এ আইনটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং ৬ এপ্রিল ২০০৯ এ গেজেটটি পাশ হয় । এই লক্ষ্যকে সামনে রেখেই তৃণমূল পর্যায়ের মানুষ যেন এই আইন সম্পর্কে জানে এবং তাদের যে অধিকার সেই অধিকার যেন প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে সরকার প্রতিটি অফিসে জেলা উপজেলা এবং সকল পর্যায়ের তথ্য প্রদানকারী একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া আছে। স্থানীয় পর্যায়ে এখন পরিস্থিতি অনেকটা ভালো। কারণ তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ এখন তাদের যে অধিকার সেগুলো তাদের বিভিন্ন দপ্তরে সেই অধিকারগুলো তারা চাচ্ছে। যেহেতু তথ্য অধিকার সংক্রান্ত বিষয়ে একটা ফরম আছে সেই ফরমে তারা আবেদন করে। আবেদনের ২০ দিনের মধ্যে তথ্য প্রদান করা বাধ্যতামূলক। তৃণমূল পর্যায়ের মানুষ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও বিভিন্ন বিষয়ে বিভিন্ন দপ্তর থেকে তথ্য নিয়ে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ের মানুষ এখনও অবগত নয়, তারপরও জেলা তথ্য অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন প্রচার প্রচারণা করছি,বিভিন্ন মিডিয়ায় দিচ্ছি কীভাবে তথ্য পাবে বা কীভাবে তথ্যের জন্য আবেদন করবে। আমাদের যে ডকুমেন্টরি আছে আমরা জনবহুল স্থানে এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে অবহিত করছি। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৮ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার লিখিতভাবে বা ইলেক্ট্রনিক মাধ্যমে বা ই-মেইলে অনুরোধ করতে পারবেন। তবে মনে রাখতে হবে তথ্য প্রাপ্তির জন্য লিখিতভাবে বা ইলেক্ট্রনিক মাধ্যম অথবা ই-মেইলে অনুরোধ করার সময় অনুরোধকারীর নাম,ঠিকানা,প্রযোজ্য ক্ষেত্রে ফ্যাক্সের নম্বর এবং ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে। যে তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে তার নির্ভুল ও স্পষ্ট বর্ণনা করতে হবে এবং কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী তার বর্ণনা থাকতে হবে।