• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগরে বিজয়ী হলেন যারা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২১
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগরে বিজয়ী হলেন যারা

জিতু তালুকদার ঃ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন ও ফলাফল ঘোষিত হয়েছে ২৬ ডিসেম্বর রোববার। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় এসব ইউপি’র নির্বাচন। সদর উপজেলার ১২ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯ হাজার ১৬৯ জন। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬১ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ মেম্বার পদে প্রার্থী ছিলেন ৫৬৯ জন।

এ ১২ ইউপি’র মধ্যে ৫টিতে আওয়ামীলীগের বিদ্রোহী, ৪টিতে আওয়ামীলীগ এবং ৩টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- ১নং খলিলপুর ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ আওয়ামীলীগ প্রার্থী এমদাদ হোসেন, ৩নং কামালপুর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আপ্পান আলী, ৪নং আপার কাগাবলা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমন মোস্তফা, ৫নং আখাইলকুড়া ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী শেখ মো. বদরুজ্জামান চুনু, ৬নং একাটুনা ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী মো. আবু সুফিয়ান, ৭নং চাঁদনীঘাট ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী আখতার উদ্দিন আহমদ, ৮নং কনকপুর ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুবেল উদ্দিন, ৯নং আমতৈল ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সুজিত চন্দ্র দাশ, ১০নং নাজিরাবাদ ইউপিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ, ১১নং মোস্তফাপুর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. তাজুল ইসলাম ও ১২নং গিয়াসনগর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশাররফ হোসেন টিটু বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৩৩ জন এবং সংরক্ষিত নারী ও সাধারণ মেম্বার পদে প্রার্থী ছিলেন ৪২০ জন।

৮ ইউপি’র মধ্যে চেয়ারম্যান পদে ৪টিতে আওয়ামীলীগ বিদ্রোহী, ৩টিতে আওয়ামীলীগ এবং ১টিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- ১নং ফতেপুর ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নকুল চন্দ্র দাশ, ২নং উত্তরভাগ ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দিগেন্দ্র চন্দ্র সরকার, ৩নং মুন্সিবাজার ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রাহেল হোসেন, ৪নং পাঁচগাঁও আওয়ামীলীগ প্রার্থী সিরাজুল ইসলাম ছানা, ৫নং রাজনগর ইউপিতে বিএনপি প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরী, ৬নং টেংরা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী টিপু খান, ৭নং কামারচাক ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামীলীগ প্রার্থী আতাউর রহমান ও ৮নং মনসুরনগর ইউপিতে আওয়ামীলীগ প্রার্থী মিলন বখত বিজয়ী হয়েছেন।