• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যু – বিভিন্ন মহলের শোক প্রকাশ

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৮

শহর প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম পাসপোর্টধারী বৃটেন প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ হক (মোঃ আব্দুল হক) ও বর্তমানে কানাডা প্রবাসী মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার এম এ রব (মোঃ আব্দুর রব) এর পিতা, মৌলভীবাজার শহরের মিশন রোডের বাসিন্দা, শহরের প্রায় সবচেয়ে প্রবীন ব্যক্তি, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বৃটেন প্রবাসী আলহাজ্ব আব্দুল খালিক গতকাল ২৪ জুন রবিবার ভোর ৪:২২ মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকালই বাদ জোহর হযরত সৈয়দ শাহমোস্তফা (রঃ) এর দরগাহ প্রাঙ্গনে মরহুমের ১ম জানাযা এবং বিকাল ৩:৩০ মিনিটে তার জগৎসী গ্রামের বাড়ীতে ২য় জানাযা শেষে তাকে স্থানীয় কবরসস্থানে দাফন করা হয়। মুত্যুকালে আলহাজ্ব আব্দুল খালিকের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ পুত্র, ৪ কন্যা, ২৪ পৌত্র-পৌত্রী (নাতি-নাতনী) ও ৭ প্রপৌত্র-প্রপৌত্রী (নাতি-নাতনীর সন্তান)সহ আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যুতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা নেতৃবৃন্দ, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের জেলা নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।