• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কমলগঞ্জের মির্জানগরে সরকারি রাস্তা দখলের অভিযোগে মামলা দায়ের

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৮

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রামীণ অবকাঠোমো (ইউনিয়ন পরিষদ) সরকারি রাস্তা দখলের
অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ইসরাইল মিয়া স্থানীয়
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা এবং পরে মৌলভীবাজার আদালতে মামলা
দায়ের করা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর
গ্রামের এহিয়া মাষ্টারের মসজিদের দক্ষিণ পূর্বের পাশ দিয়ে বয়ে যাওয়া প্রায় ১৫ ফুটের
প্রস্থ গ্রামীণ সরকারি রাস্তা রয়েছে। এর মধ্যে রাস্তার পাশে থাকা জমির মালিক মৃত আব্দুল
মতিন (সাবেক ইউপি সদস্য) এর পুত্র আব্দুল মুহিত ওরফে মশাহিদ ও মুক্তাদির রহমান ওরফে মনা
প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যরে মধ্যে প্রায় ৬ ফুট পরিমাণ রাস্তা কেটে ক্ষেতের জমিনের সাথে মিল
করে পরবর্তীতে মাছের পিসারী করা হয়। এরপর একটি সাইনবোর্ড বানিয়ে মরহুম আং মতিন
পারিবারিক রাস্তা নামে নামকরণ করে কিছু লোকদের দিয়ে সাইনবোর্ডটি স্থাপন করা হয়। এ
ব্যাপারে এলাকাবাসীর নজরে পড়লে স্থানীয় ইউপি সদস্য চয়ন দেবনাথ ও চেয়ারম্যান আব্দুল
মোতালিব তরফদারকে অবগত করে আব্দুর রশিদ এর পুত্র ইসরাইল মিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম
আদালতে মামলা দায়ের করেন। গ্রাম আদালতে বিচারকার্যে আব্দুল মুহিত ওরফে মশাহিদ ও
মুক্তাদির রহমান ওরফে মনা উপস্থিত না থাকায় এবং আদালত অবমাননা করায় মামলাটি উচ্চ
আদালতে প্রেরণ করা হয়। গত (২৬ জুলাই) ইসরাইল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার
আদালতে মামলা দায়ের করেন।