• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে গুড নেইবারস এর উদ্যোগে মশারী বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৮

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় সংস্থার আদমপুরস্থ কার্যালয়ে ১০১টি মশারী বিতরণ করা হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিপিডি’র ব্যবস্থাপক মি. রিমো রনি হালদারের সভাপতিত্বে ও স্বাস্থ্য কর্মকর্তা রিপন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মুন্না সিনহা, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ ও ডা: শ্রীনিবাস দেবনাথ। অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের ছনগাঁও, কোনাগাঁও এবং ভানুবিল গ্রামের ১০১ জন দরিদ্র অসহায় শিশুদের মশারী বিতরণ করা হয়।