• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অব‌শে‌ষে সিস‌িক এর মেয়র হি‌সে‌বে জয়ী হয়েছেন আরিফ

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৮

ওপেন আই ডেস্ক : গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এদিন কেন্দ্র দখলসহ অনিয়মের অভিযোগের কারণে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। তবে ওই দুই কেন্দ্র ছাড়াও সিসিকের ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলে এগিয়ে থাকা আরিফুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পান ৮৫ হাজার ৮৭০ ভোট। 

গত শনিবার (১১ আগস্ট) স্থগিত কেন্দ্র দুটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। অনুষ্ঠিত স্থগিত দুটি কেন্দ্রে আরিফুল হক পান ২ হাজার ৯২ ভোট আর কামরান পান ৫২২। সব মিলিয়ে ১৩৪ কেন্দ্রের ফলাফলে আরিফের ভোট ৯২ হাজার ৫৮৮ আর কামরানের ৮৬ হাজার ৩৯২ ভোট। সেই হিসেবে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে অব‌শে‌ষে সি‌লেট সি‌টি কর্পো‌রেশনের মেয়র হি‌সে‌বে জয়ী হয়েছেন আরিফ।