• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাজিরাবাদ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৮

বিশেষ প্রতিনিধি:নির্বাচন কমিশন কর্তৃক বিলিকৃত স্মার্ট কার্ড মৌলভীবাজার সদর ইপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০নং নাজিরাবাদ ইউনিয়ন সহ মোট ৯টি ইউনিয়নে বিলি সম্পন্ন হয়েছে। গত ১ অক্টোবর থেকে ৪অক্টোবর পর্যন্ত মোট ৪দিন সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত মোট ৪টি কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ইউনিয়ন পরিষদ ভবন বিতরণ কেন্দ্র থাকলেও নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজার অনুরোধে সাধারণ জনগণের সুবিধা বিবেচনা করে ৪টি কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫৫৭৬জন। তার মধ্যে ৭৭% স্মার্ট কার্ড বিলি করা হয়। অবিলিকৃত কার্ডগুলো পরবর্তীতে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে স্বশরীরে স্ব স্ব কার্ড গ্রহণ করা যাবে।