• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৮

এস ইউ কামরানঃ থাকলে কন্যা সুরক্ষিত,দেশ হবে আলোকিত, এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও মৌলভীবাজার শিশু একাডেমীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গত ৯ অক্টোম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের প্রধান ফটকের কাছে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এতে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অফিসার শায়েদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।