• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সদরের টিপু ও শাহিনা রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০১৯
মৌলভীবাজার সদরের টিপু ও শাহিনা রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে হাফিয আলাউর রহমান টিপু(চশমা প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে  শাহীনা রহমান(পদ্মফুল) কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সূত্রমতে , হাফিয আলাউর রহমান টিপু মোট ভোট পেয়েছেন ২৩,৪৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্দী আব্দুল মতিন( ভি পি মতিন) বাল্ব প্রতিকে ভোট পেয়েছেন ৭২৪৬ টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে  শাহীনা রহমান (পদ্মফুল) ১২,৯৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী মিলি আছিয়া রহমান( প্রজাপতি প্রতিক) ১০,০২৭ ভোট পেয়েছেন।