• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত জুন ১, ২০১৯
মৌলভীবাজারে প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

?

নিজস্ব প্রতিনিধি: গত২১শে মে মঙ্গলবার প্রবাসী সমাজ কল্যান পরিষদের( পি এস পি) উদ্দ্যোগে সদর উপজেলার দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মারুফ তরফদার এর সভাপতিত্বে এবং সমাজকর্মী ও সংগঠক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য আফজাল হোসেন কাজল, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বাংলাদেশের আহব্বায়ক শাহজাহান চৌধুরী,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, নাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, ওপেন আই ডট কমের চিপ রিপোর্টার এম এ কাইয়ুম সুলতান, রোসেফ আহমদ, সুফিয়ান মিয়া প্রমুখ। ক্বারী জাহাঙ্গীর হোসেনের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবী নানু মিয়া। প্রবাসী সমাজকল্যান পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান এমদাদ রহমান তরফদারের সার্বিক সহযোগীতায় প্রায় ৩৩ জন প্রবাসীর আর্থিক অনুদানের মাধ্যমে ২৫০ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।