• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখা সদর ইউ.পি উপ-নির্বাচনে সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারনা শুরু

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
বড়লেখা সদর ইউ.পি উপ-নির্বাচনে সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারনা শুরু

মস্তফা উদ্দিনঃঃ মৌলভী বাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়া, এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। এ ইউনিয়নে উপ-নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।গত ১৭ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৩০ জুন প্রার্থীতা দাখিলের শেষ দিন।এরই মধ্যে ৪ জন প্রার্থী প্রচার প্রচারনা শুরু করেছেন। প্রার্থীরা হলেন চার বারের নির্বাচিত সদর ইউপির সদস্য এবং চার বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক সাবেক ইউ.পি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন,বড়লেখা ট্রাক মালিক সমিতির সভাপতি,প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ ইসলাম উদ্দিন,এবং সদর ইউ.পি’র বিএনপির সাবেক সাধারন সম্পাদক বর্তমানে নব্য আওয়ামীলীগে যোগদানকারী কেচরীগুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউ.পি সদস্য, শরফ উদ্দিন নবাব। এদিকে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। তফশিল ঘোসনা অনুযায়ী আগামী ৩০ জুন প্রার্থীতা দাখিলের শেষ দিন, ২ জুলাই যাচাই বাছাই, ৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে বর্তমান ১৭,১৭৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫৫২ জন এবং মহিলা ভোটার ৮৬২৫ জন রয়েছেন, ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।