• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ!

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯
মৌলভীবাজারে শহীদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ!

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে অবস্থিত শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিয়েছে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ২৯শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে নিজ হাতে নাম ফলক ভেঙ্গে ফেলে। পরে নেতাকর্মীরা অডিটোরিয়ামের নতুন নাম দেয় “মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম”।
ভবনের নাম ফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মৌলভীবাজারের মাটি ছাত্রলীগের ঘাটি এরকম বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলা ও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম আমিন জানান, অডিটোরিয়াম প্রতিষ্টার সময় মৌলভীবাজার সরকারি অডিটোরিয়াম নামের প্রস্তাব থাকার পরও বি এন পি জামাত সরকার থাকার কারণে কলেজ প্রশাসন শহীদ জিয়া অডিটোরিয়াম নামে নামকরণ করে। শোকের মাস আগষ্ট উপলক্ষে কলেজ প্রাঙ্গণে প্রোগ্রাম থাকায় কলেজ ছাত্রলীগকে সাথে নিয়ে আমরা নামফলক পরিবর্তন করি।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানিনা। বিষয়টি জেলা প্রশাসন অবগত আছে। আমরা তদন্তসাপেক্ষে প্রদক্ষেপ নেব।