• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরে ডুবে মো. তানভীর মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া (বালুচর) গ্রামে এ ঘটনা ঘটে। তানভীর ওই গ্রামের সাজু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রবিবার সকালে বাবা-মায়ের অজান্তে তানভীর ঘরের পেছনে পুকুর পড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আত্মীয়-স্বজন সোয়া ১০টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিশিত কান্তি চক্রবর্তী বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’