• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

পাক্ষিক ঢালপত্রের “সিলেটে রবীন্দ্রনাথ” সংখ্যার মোড়ক উন্মোচন

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
পাক্ষিক ঢালপত্রের “সিলেটে রবীন্দ্রনাথ” সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার ১লা নভেম্বর  সন্ধ্যায় জসীম বুক হাউস আম্বরখানায় পাক্ষিক ঢালপত্র “সিলেটে রবীন্দ্রনাথ” সংখ্যার মোড়ক উন্মোচন ও দ্বিতীয় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করেন ঢালপত্র সম্পাদক ছড়াকার ও ব্যাংকার শাহাদত বখ্ত শাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শূন্য দশকের অন্যতম কবি জাবেদ ভূইয়া। সভাপতি হিসবে উপস্হিত ছিলেন ঢালপত্রের উপদেষ্টা বিশিষ্ট নাট্যজন কবি বাবুল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও ছড়া পাঠ করেন পরিতোষ বাবলু,আব্দুল মালিক,কামাল আহমদ। অন্যান্যদের মাঝে ছড়া পাঠ ও বক্তব্য রাখেন জসিম উদ্দিন,ফতুল করিম,প্রশান্ত লিটন, আব্দুল কাদির জীবন প্রমুখ উল্লেখ্য যে “সিলেটে রবীন্দ্রনাথ” সংখ্যাটি সিলেটে রবীন্দ্রনাথের আগমনের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়। প্রথম প্রদর্শনী মারুফ লাইব্রেরি রাজা ম্যানশনে উদ্বোধন করেন কবি ও ছড়াকার রানাকুমার সিংহ।