• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বিজয় দিবস উপলক্ষে শাহ মোস্তফা একাডেমির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৯
বিজয় দিবস উপলক্ষে শাহ মোস্তফা একাডেমির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ১৬ ই ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্যন্ত উৎসাহ নিয়ে ছাত্র-ছাত্রীরা জাতীয় পতাকা ও জাতীয় স্মৃতিসৌধ ছবি আঁকে ও রং করে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় আনন্দঘন এ অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, দৈনিক মানবকন্ঠ জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি আবুল কালাম, মুক্তাদির হোসেন।
এছাড়া অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন,মোঃ ফখরুল ইসলাম, সেলিম খান প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে যারা ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে বিজয়ী হলেন কাজী মারুফ, আলভী রহমান, জাবের হোসেন চোধুরী, নাফিসা আলম সাউদা, ফাইজা আক্তার লিমা, কানিজ তায়্যিবা আলম চৌধুরী, উম্মে সালমা সাজিদা, রাইসা তাবাসসুম ইফতি, নুসরাত জাহান ঝুমা,মাজেদা ইসলাম তানিয়া, ফারিহা আক্তার লিজা,লাভলী আক্তার, তান্নী আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ।