• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর ক্বেরাত সম্মেলনে যোগ দিতে ক্বারী মোদ্দাসসির আনওয়ার বাংলাদেশে

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২০
ফেনীর ক্বেরাত সম্মেলনে যোগ দিতে ক্বারী মোদ্দাসসির আনওয়ার বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি: ফেনীর ক্বেরাত সম্মেলনে যোগ দিতে ক্বারী মোদ্দাসসির আনওয়ার দেশে এসেছেন। ৬ই জানুয়ারি সংক্ষিপ্ত সফরে দেশে আসেন লন্ডনস্থ জনপ্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভি’র মাশক্বে তেলাওয়াতে কোরআন এর প্রশিক্ষক আন্তর্জাতিক ক্বারী হাফেজ মাওলানা মুদ্দসসির আনওয়ার । ৫দিনের সফরে সিলেটের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ফেনীর মিজান ময়দানে ঐতিহাসিক আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন।
ক্বারী মোদ্দাসসির আনওয়ার দেশের বিভিন্ন সংস্থা ও ইসলামিক ফাউন্ডেশনের ক্বেরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেন। লন্ডন সহ বিভিন্ন দেশে হামদ-না’ত, জাতীয় কবি নজরুলের ইসলামিক সংগীত, কোরআনের মনমাতানো তিলাওয়াতের জন্য প্রষিদ্ধ।