• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে কুলাউড়ার লম্পট মাদ্রাসা সুপার শহীদ জেল হাজতে !

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
অবশেষে কুলাউড়ার লম্পট মাদ্রাসা সুপার শহীদ জেল হাজতে !

হুমায়ূন রহমান বাপ্পী : বহুল আলোচিত কুলাউড়া জালালিয়া সিনিয়র মাদ্রাসার সুপার মাও. আবদুস শহীদ এখন জেল হাজতে। তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ নিয়ে এক ছাত্রীর বাবা গত ১৯/০৮/২০১৯ইং তারিখে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করলে মামলাটি আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দেন, মামলা নং ২৮৮/১৯ইং। দীর্ঘ তদন্তের পর পিবিআই অভিযুক্ত মাদ্রাসার সুপার শহীদকে দোষী সাব্যস্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরই প্রেক্ষিতে আদালত গত ৮ই জানুয়ারী গ্রেফতারী পরোয়ানা জারী করেন। ১৩ই জানুয়ারী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে সুপার আবদুস শহীদ আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করেন। এতে মাদ্রাসাসহ এলাকার ভুক্তভোগিরা স্বস্তি প্রকাশ করেন।
এ ব্যাপারে মামলার বাদী নির্যাতিতা ছাত্রীর বাবা গফুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লম্পট মাদ্রাসা সুপার শহীদের আদালতে আটক হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কৌশলে অনেক মেয়ের সর্বনাশকারী বিচারেও দোষী সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। আইনের ফাঁক ফোকরে যাতে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।