• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

১৪ই জানুয়ারি মঙ্গলবার মৌলভীবাজার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সভাপতিত্বে ও আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্না রায় ভৌমিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালেকা পারভীন, জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মইনুল হক, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক অশোক কুমার সেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি জেলার ৭টি উপজেলার (বড়লেখা, জুড়ি, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও সদর উপজেলা) প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।