নিজস্ব প্রতিনিধি:মৌলভীবাজার অগ্রনী ব্যাংক শাখা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম এর বদলিজনিত বিদায় এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান হিসাবে মোঃ লুৎফুল মজিদ এর বরণ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়েছে। ৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আল-মামুন এর সভাপতিত্বে ও অনন্ত কুমার চৌধুরীর সঞ্চালনায় অগ্রনী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখায় অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আশেক এলাহী, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, সিলেট পশ্চিম অঞ্চল, বিশেষ অতিথি মোঃ আব্দুল লতিফ, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, মৌলভীবাজার অঞ্চল, সানাউল ইসলাম সুয়েজ, সহ-ব্যবস্থপনা পরিচালক প্রভাতী ইন্সুরেন্স কোঃ লিঃ, গ্রাহক এ কে লুৎফুল হক, বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল এর ব্যবস্থাপক সুকেশ চৌধুরী, মাধব চন্দ্র রায়, মোঃ নানু মিয়া, প্রদীপ দত্ত, হামিদুর রহমান, ছলিম উল্যাহ,কমল দেব নাথ প্রমুখ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জিতু তালুকদার,অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী, অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের অফিসার সমিতি, সিবিএ-র নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিগণ অংশগ্রহণ করেন।