• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ছাত্র ঐক্য পরিষদ আহবায়ক কমিটি গঠন

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২০
মৌলভীবাজারে ছাত্র ঐক্য পরিষদ আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিষ্ণু পদ দেবকে আহবায়ক ও সজীব পালকে সদস্য সচিব করে ২১ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্র ঐক্য পরিষদ।
অন্যান্যদের মধ্যে যুগ্ম-আহবায়ক রাজন দাশ, হরিনারায়ণ দাস, রিপন দেব, গোলক দাশ, রাজু বৈদ্য, নিত্য মল্লিক। সদস্য- অজিত বুনার্জি, সচ্ছ বৈদ্য, রিংকু মল্লিক, ভিক্টর ব্রেন্টিস, ব্লেসমী বাড়ে, বিশ্বজিৎ দেবনাথ, সোহেল দাস, রুবেল দাস, শুভ ঘোষ, নান্টু রজ্ঞন দেব, শংকর রজ্ঞন কর, টিপু চন্দ রাজ, রিটন দেব।
বিষ্ণু পদ দেব জানান, সাংঠনিক কার্যক্রম বেগবান করতে যত দ্রুত সম্ভব সকল উপজেলা, পৌর ও কলেজ কমিটি গঠন করা হবে। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।