• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গল রেলওয়ের মালামাল হেফাজত ও আইন শৃঙ্খলা  বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
শ্রীমঙ্গল রেলওয়ের মালামাল হেফাজত ও আইন শৃঙ্খলা  বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  রেলওয়ে গোডাউন ও তার আশেপাশে কম্পাউন্ডের ভিতর রক্ষিত সরকারী মালামালের হেফাজত ও আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ে সহকারী স্টেশন মাস্টার ও রেলওয়ে শ্রমিকলীগ শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় ও এস এস এ ই শ্রীমঙ্গলের মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুর হোসেন নুরু মিয়া। পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পলাশ, সাংবাদিক এম এস আই রুম্মন ৷ এসময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দিদার মিয়া, সাংবাদিক রুপম আচার্য্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আব্দুল কাদির ভুঁইয়া প্রমূখ।
 আলোচনা সভায় বক্তারা বলেন, রেলওয়ের মালামাল রক্ষার জন্য অফিসের আশেপাশে ও ভিতরে সিসি ক্যামেরা বসানো নিয়ে কিছু মাদক সেবীরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে ৷ তাই রেলওয়ে এলাকায় রক্ষিত মালামালের হেফাজতের জন্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নানা ধরনের সমস্যার সমাধান নিয়ে নানান উদ্যোগ নিয়ে কাজ করছেন। সভাপতি তার বক্তব্যে বলেন কিছু লোক রেলওয়ের কাঠের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে অপ্রপ্রচার চালিয়ে বিভ্রান্তিতে সৃষ্টি করছে। এবং রেলওয়ের বিদ্যুৎ নিয়ে ফেসবুকে লেখালেখি সহ নানান মন্তব্য করে যাচ্ছে যা সত্য নয়। এবং মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা ও রেলওয়ের আশেপাশে যাতে মাদকের আস্তানা বানাতে না পারে সেদিকে নজর দিয়ে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি প্রশাসন, সাংবাদিক ও আশে পাশের সকলের সহযোগীতা কামনা করেন ৷