• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বড়লেখায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
বড়লেখায় ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

জিতু তালুকদারঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে।

১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল- আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন (আর্ম পুলিশ) ৭এপিবিএন সিলেট এর সাব ইন্সপেক্টর মোঃ মাসউদুর রহমানসহ ফোর্স।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার ও শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার আইনে এ
জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল- আমিন জানান,নিত্যপ‌ণ্যের বাজার যাহাতে কেহ অস্থির না কর‌তে পারে সেই জন্য প্রতি দিন আমাদের বাজার মনিটরিং চলমান থাকবে।