• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈলে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১
রাণীশংকৈলে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ১৫ সেপ্টেম্বর  (বুধবার )   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে   রুবেল ২৫ নামে এক যুবকের বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রুবেল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। এবং একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা একটি বিষধর সাপ তার গলার নিচে কামড় দেয়। কামড় দেয়ার পর সাপটি রুবেলের বিছানায় অবস্থান করছিল।এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন দিয়ে রুবেলকে দিনাজপুর পাঠানোর কথা বলেন। এ সময় দিনাজপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা থেকে সদর হাসপাতালের দুরত্ব অনেক। পরে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল সাপের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।