• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ভোজ্য তেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার কর্তৃক জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২১
মৌলভীবাজারে ভোজ্য তেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার কর্তৃক জরিমানা

শামীমা শারমিন : স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা নিশ্চিতকরনে এবং ভোক্তা অধিকার আইন বাস্তাবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় ২৪ নভেম্বর (বুধবার) মৌলভীবাজার সদর উপজেলার বিসিক শিল্প নগরীর ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্য পণ্যের উৎপাদনকারী প্রতিষ্টানগুলো তদারকি করা হয়।

উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ও অস্বাস্থ্যকর কন্টেইনারে রেখে ভোজ্য তেল মোড়কজাত করা, চাহিত কাগজপত্র সঠিকভাবে প্রদর্শন করতে না পারার দায়ে বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স লক্ষ্মী এডিবল প্রডাক্টস্ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।