মৌলভীবাজার জেলার বড়লেখা-কুলাউড়া-শ্রীমঙ্গলে বিজয়ী হলেন যারা

আফসার আহমেদ রাফি: মৌলভীবাজার জেলারয় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে ২৮ নভেম্বর রোববার। জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন- ১নং বরমচাল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খুরশেদ আহমেদ খাঁন সুইট, ২নং ভূকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান মনির, ৩নং ভাটেরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একেএম নজরুল ইসলাম, ৪নং জয়চন্ডী ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আব্দুর রব মাহাবুব, ৫নং ব্রাক্ষণবাজার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোঃ মমদুদ হোসেন, ৬নং কাদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী জাফর আহমেদ গিলমান, ৭নং কুলাউড়া সদর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোছাদ্দিক আহমেদ নোমান, ৮নং রাউৎগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আকবর আলী সোহাগ, ৯নং টিলাগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আব্দুল মালিক, ১০নং হাজিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ বক্ত, ১১নং শরীফপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান খলিল, ১২নং পৃথ্বিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল ও ১৩নং কর্মদা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মুহিবুল ইসলাম আজাদ।
বড়লেখা উপজেলার ১০টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন- বর্ণি ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী, নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী রফিক উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ছালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদে ৪র্থবারের মতো বিজয়ী হয়েছেন মহসীন মিয়া মধু ।