• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২১
মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শহর প্রতিনিধি : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল ২০২২ । সেই আয়োজন টি বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয়েছে কার্নিভালের পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে নিশাত জাহান চৌধুরীকে সভাপতি ও আতিকা সাহেদাকে সাধারণ সম্পাদক করে ২৩ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি তানজিনা আক্তার রেশমী, সহ সাধারণ সম্পাদক সুস্মিতা দেব পূজা, অর্থ সম্পাদক নাইমা বেগম, তবিবা রহমান, সাংগঠনিক সম্পাদক পরমা দেব পূজা, সাংস্কৃতিক সম্পাদক সূচনা দেব, মুতাহারা সরকার, ঐন্দ্রিলা চাকলাদার, সমন্বয়কারী সৈয়দা শায়লা নওরীন, আয়েশা ইসলাম, প্রচার সম্পাদক সাদাফ মাইশা, হিয়া সেনগুপ্তা, সাজসজ্জা সম্পাদক জান্নাতুল শারমিন নিছা, সৃষ্টিতত্ত্ব, কার্যকরী সম্পাদক সুমাইয়া আক্তার, নন্দিতা পাল, আমেনা খানম, পাপিয়া সুত্রধর, ঐশী রায়, প্রাপ্তিয়া দেব, সাদিয়া নুর। সভাপতি নিশাত জাহান চৌধুরী বলেন, আমাকে কার্নিভালের সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ। এই আয়োজন টি ২০২০ সালের ১৯মে হওয়ার কথা ছিল কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি । স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটি পরিচালিত হবে এবং সংসদ সদস্য নেছার আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে । আমাদের আয়োজনে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য প্রদান, রাফেল ড্র, স্মৃতিচারণ, ফটোগ্রাফি , বিদ্যালয় ছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ফানুস ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে এই আয়োজন সফল করতে আমাদের এই কমিটি কাজ করে যাচ্ছে।