• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের নগদ সহায়তা ‘জিটুপি’ পদ্ধতিতে প্রদান প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২
কুলাউড়ায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের নগদ সহায়তা ‘জিটুপি’ পদ্ধতিতে প্রদান প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

smart

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :কুলাউড়ায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের নগদ সহায়তা ‘জিটুপি’ পদ্ধতিতে প্রদান প্রসঙ্গে উপজেেলা পরিষদের হলরুমে  বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন ক্লিবডন চা-বাগান ম্যানেজার মো. হাছিব, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, আব্দুল মালিক ও মো. খলিলুর রহমান, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম আজাদ, ।সভায় উপস্থিত ছিলেন-, ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, মোছাদ্দিক আহমদ নোমান , এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী,বাংলাদেশ প্রেসক্লাব কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কালাম, সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, সাংবাদিক আসিফ জাহান  প্রমুখ।উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ মতবিনিময় সভায় বলেন চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে নগদ টাকা সহায়তা বিতরণে স্বচ্ছতা বাস্তবায়নে ব্যাংক চেকের পরিবর্তে জিটুপি পদ্ধতিতে নিজ নামের বিকাশের মাধ্যমে সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার । কুলাউড়া উপজেলার বিভিন্ন চা-বাগানের মোট ৩ হাজার ৭ শত ৩৫ জনের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকা সহায়তা বিকাশের মাধ্যমে বিতরণ করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরা ঘরে বসে সরকারের উপহার পেয়ে সুফল ভোগ করবে। সভায় বিভিন্ন চা-বাগানের চা-শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।