• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার পুলিশ লাইন্স স্কুলে বই উৎসব ২০২৪

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪
মৌলভীবাজার পুলিশ লাইন্স স্কুলে বই উৎসব ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:: সারা দেশের একযোগে ১ জানুয়ারি বিদ্যালয় গুলোতে ”নতুন বই বিতণ” করছে শিক্ষা মন্ত্রালয়। এরই ধারা বাহিকতায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ’বই উৎসব ২০২৪’ উদযাপিত হয়েছে।

১ জানুয়ারি পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসবে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

উক্ত উৎসবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),পুলিশ লাইন্স এর আর.আই পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান, স্কুলের শিক্ষক, অভিভাবকসহ পুলিশ লাইন্স স্কুল পরিচালনাকারী অন্যান্য পুলিশ সদস্যগণ।