স্টাফ রিপোটার,মৌলভীবাজার: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধীতার প্রতিবাদে এবং ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন আইডিইবি মৌলভীবাজার জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন। ১৪ মে (মঙ্গলবার) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে।
৩ দফা দাবিতে বলা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদান করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রশাসনিক ক্যাডারে প্রবেশ বন্ধ করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিড ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রী ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ দিতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ নকিবুর রহমান, লোকমান হোসেন হাওলাদার, রেদওয়ান উল্ল্যাহ, মোঃ মাহবুব আহমেদ, শরীফুল ইসলাম, আক্কাছ আলী, নাজমুল হক, নূরে আলম সিদ্দিকী ও মোঃ পাবেল প্রমুখ।