• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বড়লেখায় ভোক্তা অধিকার অভিযানে ২টি আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত মে ১৬, ২০২৪
বড়লেখায় ভোক্তা অধিকার অভিযানে ২টি আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবজার প্রতিনিধি : ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ১৫ মে (বুধবার) মৌলভীবাজার বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, লাইসিয়াম স্কুল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ও আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত তদারকি অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মুন্না সুপার আইসক্রীমকে ২০ হাজার টাকা, লাইসিয়াম স্কুল রোডে অবস্থিত পপি আইসক্রীমকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।