• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে অসহায় এক নারীর বসতঘর আগুনে পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি প্রায় ২ লক্ষ টাকা

admin
প্রকাশিত মে ২২, ২০২৪
জগন্নাথপুরে অসহায় এক নারীর বসতঘর আগুনে পুড়ে ছাই: ক্ষয়ক্ষতি প্রায় ২ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডে আগুন সৃষ্টি হয়ে পুড়ে ছাই হয়ে গেছে অসহায় এক নারীর বসতঘর। ঘটনা ঘটে বুধবার দুপুরের দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার মৃত আলফু মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক মিটার থেকে প্রথমে আগুন লাগার দৃশ্য দেখতে পান তার স্ত্রী ফুলেছা বেগম। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বসত ঘরে।

আগুন লাগার তথ্য ৯৯৯ নাম্বারে স্থানীয়রা জানালে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়। এরিমধ্যে আগুনে পুড়ে যায় আধা-পাকা ঘর সহ কৃষি জমি ইজারার জমানো নগদ ৩০ হাজার টাকা, ধান-চাল ও ব্যবহারী জিনিসপত্র।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, সেখানে পানির কোন উৎস পাওয়া যায়নি এবং রাস্তা সরু থাকায় গাড়ি প্রবেশ করতে পারেনি, একারণে ফায়ার সার্ভিসের টিম কাজ করতে কিছুটা বিলম্ব হয়।