filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (0.5777778, 0.38958332);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 26;
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর বিট এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল, এসআই আমির হোসেন এবং কমলগঞ্জ সদর ইউনিয়নের বিট কর্মকর্তা মিটু রায়।
উঠান বৈঠকে বক্তারা এলাকায় মাদক, জুয়া, চুরি ও সামাজিক অপরাধ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সুফিয়ান মিয়া গাঁজা ও জুয়াবিরোধী সামাজিক সচেতনতা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। শফিক মিয়া ও উছমান গনী বলেন, এলাকায় বাড়ি বাড়ি মোটর ও টিউবওয়েল চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিয়েও অনেক সময় কাঙ্ক্ষিত সুরাহ না পাওয়ার অভিযোগও তারা তুলে ধরেন।
দুলাল মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলাউদ্দিন মিয়া ও ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ বলেন, এক সময় বাঘমারা ও রাজটিলা এলাকায় অপরাধের প্রভাব বেশি ছিল। তবে ৫ আগস্টের পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাদক ও জুয়া বন্ধ করা গেলে যুব সমাজ আরও সঠিক পথে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
এসআই আমির হোসেন বলেন, গ্রামগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ থেকে অনেক সময় বড় ধরনের সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বিশেষভাবে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন।
সভায় ভারপ্রাপ্ত ওসি আব্দুল আওয়াল বলেন, এলাকাবাসীর কথা শুনতেই তিনি আজ এখানে এসেছেন। জনগণের সহযোগিতা পেলে কমলগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, মাদক ও অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পর্যায়ক্রমে কমলগঞ্জের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে গিয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সেবা কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি জানান।
উঠান বৈঠক শেষে এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।