• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

মেহেরপুরে সরিষা চাষে নতুন প্রাণ মাঠ ভরে হলুদ ফুল।

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
মেহেরপুরে সরিষা চাষে নতুন প্রাণ মাঠ ভরে হলুদ ফুল।

মামুনুর রশিদ,.মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুর জেলার বিভিন্ন মাঠগুলো নতুন করে সরিষা চাষে সেজেছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা আবার সরিষা চাষে আগ্রহী হয়েছেন।মাঠগুলো যেন হলুদ গালিচায় ঢেকে গেছে। মৌমাছিরা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত, আর পথচারীরাও এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন। সরে জমিনে দেখা গেছে উপজেলার বিভিন্ন মাঠ সরিষার ফুলে ভরে গেছে। মৌমাছিরা ফুলের গন্ধে আকিষ্ট হয়ে মধু সংগ্রহ করছে। জোড়পুকুরিয়া গ্রামের সরিষার চাষী জিনারুল ইসলাম বলেন তেলের দাম উঠানামা করছে। দাম বেড়ে গেলে অন্যান্য ফসলের তুলনায় সরিষা চাষ লাভজনক। বছরে তেল কেনার খরচ বাচাতে সরিষা চাষ করছি।সরিষা থেকে তেল গবাদিপশুর খাবার এবং সবুজ পাতা শাক হিসেবে ব্যবহার করা হয়। প্রতি বিঘা জমিতে প্রায় চার পাঁচ মন সরিষা পাওয়া যায় যা প্রায় চার হাজার টাকায় প্রতি মন বিক্রি হয়। বর্তমানে মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলার অনেক চাষী এই ফসলের আবাদ করছেন। পথচারী মোঃ হাসান আলী বলেন জোড়পুকরিয়া মাঠ সরিষা ফুলে পরিপূর্ণ। দেখতে অসাধারণ। পথচারীরা মাঠের দৃশ্যকে ধরে রাখার জন্য ছবি তুলতে ব্যস্ত। মৌমাছিরাও এখানে পর্যাপ্ত মধু সংগ্রহ করছে। ব্যবসায়ী মোঃ রুস্তম আলী বলেন বর্তমানে সাদা ও লাল সরিষার বাজারদর তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। আগে তুলনায় সরিষার চাষ বেড়েছে। আশা করছি চাষিরা চলতি বছর ভালো দাম পাবেন। গাংনী উপজেলার কৃষি অফিস জানিয়েছে চলতি মৌসুমে তিন হাজার একটু জমিতে সরিষা চাষ হয়েছে, লক্ষ্য ছিল ২হাজার৯০০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৫০০ টন । কৃষি অফিস চাষীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরামর্শ দিচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন গত বছরে তুলনায় সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। অনুকুল আবহাওয়া এবং ভালো দাম থাকলে কৃষকরা লাভবান হবেন।