মেহেরপুরে অবৈধ ইটভাটাই অভিযান জরিমানা তিন লাখ টাকা।
মেহেরপুর থেকে জেলা প্রতিনিধি মামুনুর রশিদ ঃ মেহেরপুরের গাংনী উপজেলা ও সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি অবৈধ ইটভাটায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে গাংনী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেন। এ সময় পরিবেশ অভিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান সহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান কালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আই,ন 2013 এর 6/16 ধারায় অবৈধভাবে খড়ি পোড়ানোর দায়ে বামুন্দী ব্রিকসের পরিচালক মিজানুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি কমিশনার ভূমি নাবিদ হোসেন বলেন পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে। এদিকে একই দিন দুপুর তিনটার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এস্কিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুমকার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর পুলিশ ও ব্যাটালিয়ন আনসারদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এইচডি ব্রিক্স ইটভাটার ফিক্সড চিমনি ব্যবহার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯এর ৬/১৬ ধারায় ভাটা মালিক মোহাম্মদ ইয়াসিনকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।