• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পারিবারিক ও দলীয়ভাবে পালিত হয়েছে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৮

নিজস্ব প্রতিনিধি:
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পারিবারিক ও দলীয়ভাবে পালিত হয়েছে ।
মরহুমের পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৪সেপ্টেম্বর সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এছাড়াও মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সদর আওয়ামী লীগ, সদর স্বেচ্ছাসেবক লীগ, মোস্তফাপুর ইউপি আওয়ামী লীগসহ সচেতন ছাত্রসমাজ মৌলভীবাজারের সকল সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

মরহুমের পরিবারের উদ্যোগে দর্জির মহল বাস ভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে ।