• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উন্নয়ন মেলায় সেবা দিচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৮

শহর প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় উপস্থিত থেকে মৌলভীবাজার পৌরবাসীতে বিভিন্ন সেবা দিচ্ছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

মেলা উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উন্নয়ন মেলায় অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভাও পৌর নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মেলা শুরুর পর থেকেই পৌরসভার স্টলে উপস্থিত থেকে সেবা দিচ্ছেন মেয়র মোঃ ফজলুর রহমান।

উক্ত মেলায় মৌলভীবাজার পৌরসভাসহ স্থান পেয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, জেলা সমবায় অধিদপ্তর, প্রথমিক শিক্ষা বিভাগ, বিআরটিএ মৌলভীবাজার, মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, খাদ্য সংস্থা, আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সিটিটিউট, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ ১১২টি স্টল ।