• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেলায় দর্শকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় আঞ্চলিক পাসপোর্ট অফিস

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৮

এস ইউ কামরান: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উন্নয়ন মেলায় আগত দর্শকদের আকর্ষণ করছে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টল।
উন্নয়ন মেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, জেলা নির্বাচন অফিস, জেলা স্বাস্থ্য বিভাগ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, জেলা সমবায় অধিদপ্তর, প্রথমিক শিক্ষা বিভাগ, বিআরটিএ মৌলভীবাজার, মহিলা অধিদপ্তর, জেলা কারাগার, খাদ্য সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোক্তা অধিকার, চা গবেষণা ইন্সটিটিউটসহ ১১২টি স্টলের মধ্যে সবচেয়ে মনোরঞ্জন ও আকর্ষনীয় হয়ে উঠেছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টল। শিশু থেকে আবাল-বৃদ্ধ সকলে স্টলে ভিড় জমাচ্ছেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আবেদন পত্র পূরণ ও গ্রহণ সহ যাবতীয় তথ্য সেবা প্রদান করে যাচ্ছেন।
এছাড়া পর্যটনের উপর মেলায় একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হবে এবং সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।