• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হলো মৌলভীবাজারে

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৮

শহর প্রতিনিধিঃ কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে।

১৩ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর মোঃ মাহবুবুর রহমান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদের রহমান, মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।